লাখাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রিবাহি বাস খাদে

মহসিন সাদেক, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে ঢাকা থেকে লাখাই গামী একটি যাত্রীবাহি বাস লাখাই উপজেলার বামৈ তিন পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, এতে অনন্ত ৫ জন যাত্রী আহত হয়েছে তবে অল্পের জন্য রক্ষা পায় অন্যন্য যাত্রিগন।
সোমবার সকালের দিকে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের বামৈ তিনপুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে লাখাইর উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা মেট্টো-ব ১৫৩৫১৯ গাড়িটি ভোরের দিকে লাখাই উল্লেখিত স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পতিত হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধারে এগিয়ে আসে এবং চিকিৎসার জন্য প্রেরণ করে।