মধ্যনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) পৃথক দুটি অভিযানে ওই দুই আওয়ামী লীগ নেতাকে দুই স্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আইন উদ্দিন (৪১) ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেন (৪১)।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, ‘গত বছরের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের দুই জনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।