সুনামগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত সভায় অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
বুধবার বেলা ৩টায় জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমীনুর রশিদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জুল হক।এছাড়া জেলার বিভিন্ন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য তুলে ধরেন।