চিটাগংয়ের কাছ থেকে জয়ে ঢাকার দরকার ১৪৯ রান

দৈনিকসিলেট ডেস্ক :
চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছিল চিটাগং কিংস। আজ বুধবার দ্বিতীয়বার মুখোমুখি হয়েছে দুই দল। খুব স্বাভাবিক আজ চিটাগংকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে ঢাকা। ১৪৯ রান করতে পারলেই সেই প্রতিশোধ নেওয়া হয়ে যাবে ঢাকার। কেননা আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান করেছে চিটাগং।
জহুর আহমেদ চৌধুরী টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির করে চিটাগং। উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪০ রান করেন দুই ওপেনার নাইম ইসলাম ও জুবাইদ আকবরী।
১৯ বলে ২৩ রান করে মোসাদ্দেকের বলে বোল্ড হয়ে ফেরত যান জুবাইদ। দ্বিতীয় উইকেটের জুটিতে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়ে রানের গতি কিছু বাড়িয়ে তোলেন নাইম। ১৮ বলে ১৯ রান করেন গ্রাহাম।
নাইমের ৪০ বলে ৪৪ রানের ইনিংস শেষ হয় মোসাদ্দেকের বলে মুনিম শাহরিয়ারের হাতে ক্যাচ হয়ে।
১৬ বলে ১৫ রান করে বিদায় নেন শামীম হোসেন। চিটাগংয়ের পাকিস্তানি ব্যাটার হায়দার আলী করেন ১১ বলে ১৬ রান। শেষ দিকে ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এতে চিটাগংয়ের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১৪৮ রান।
মোসাদ্দেক হোসেন ১৩ রানে আর নাজমুল ইসলাম অপু ২৭ রানে নেন ২টি করে উইকেট।