প্রবাসীর সাথে দুর্ব্যবহার, হেনস্তার প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি

দৈনিকসিলেট ডেস্ক :
বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ট কন্ঠস্বর সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা, সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার (২২ জানুয়ারী) হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ৯ জানুয়ারী নরওয়েতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীর উপর হামলা ও রক্তাক্ত জখম, ১৩ জানুয়ারী যুক্তরাজ্য বসবাসরত বাংলাদেশী প্রবাসীর সাথে দুর্ব্যবহার ও হেনস্তার প্রতিবাদে বেলা ১১টায় জেলা প্রশাসকের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী ও বেলা সাড়ে ১১.৩০টায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাসহ ৬ উপদেষ্টা বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
অবস্থান কর্মসূচীতে বাংলাদেশী প্রবাসীদের প্রতিষ্ঠায় ৫টি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো: ০৯ ও ১৩ জানয়ারী বাংলাদেশী প্রবাসীদের উপর হামলা, দুর্ব্যবহার ও হেনস্থাকারী কর্মকর্তা-কর্মচারীদের চাকুরীচ্যুত করতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০৫ আগষ্ট ২০২৪ পূর্ববর্তী সকল কর্মকর্তা-কর্মচারীদের বদলী ও দীর্ঘদিন থেকে একই বিমানবন্দর কর্মকর্তা-কর্মচারীদের শীঘ্রই বদলী করার ব্যবস্থা গ্রহন। বিমান বাংলাদেষ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টিকেটের বৃদ্ধিকৃত মূল্য পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বাংলাদেশে আসা প্রতিটি বিমানের অবতরণের ব্যবস্থা গ্রহন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে সিলেট হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাতায়াতের বিমান বাড়ানো সহ সিলেট-ম্যানচেষ্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বন্ধের পায়তারার অপচেষ্টা বন্ধ করতে হবে।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্নার পরিচালনায় অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব। বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ। অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, সাংবাদিক সুলতান সুমন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-প্রচার সম্পাদক শাহীন আহমেদ, সিলেট মহানগর কমিটির সিরিয়র সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রবাসীপ্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ আব্দুল আলী, মোঃ এহছানুল করিম মিশু, সৈয়দ ইব্রাহীম, মোঃ জুয়েল মিয়া, মোঃ সজিব, রিপন চন্দ্র দাস, শুভ চন্দ্র দাস ও মোঃ সারজাউল করিম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৯ জানুয়ারী বৃহস্পতিবার নরওয়ে বসবাসরত বাংলাদেশী প্রবাসীর উপর হামলা ও রক্তাক্ত জখম করা এবং ১৩ জানুয়ারী সোমবার যুক্তরাজ্য বসবাসরত বাংলাদেশী প্রবাসীর সাথে দুর্ব্যবহার ও হেনস্থার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। উক্ত ঘটনাগুলো তদন্ত সাপেক্ষে চিহ্নিত দোষী কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মী সহ দায়িত্বরত বিচারকের চাকুরীচ্যুত করার দাবি জানাই। বাংলাদেশের প্রবাসীরা দেশের সম্পদ, তাঁদেরকে সর্বক্ষেত্রে সর্ব-জায়গায় যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসীরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক ভূমিকা রেখে যাচ্ছেন। প্রবাসীদের রেমিট্যান্স ২০২৪ এর আগষ্ট পরবর্তী সময়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে শীর্ষে পৌঁছাতে অন্যন্য ভূমিকা রেখে যাচ্ছেন তা অনস্বীকার্য। এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি কুচক্রীমহল কাজ করে যাচ্ছে। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রবাসীর উপর হামলা ঘটনা তারই ইঙ্গিত বহন করে। সাধারণত একজন যাত্রী প্রবাস থেকে যাত্রাপথে ট্রানজিট সহ প্রায় ৫/১০ ঘন্টা হতে শুরু করে কখনো ৩০/৩৫ ঘন্টা ভ্রমন করে বাংলাদেশে আসেন। এতে বড় ভ্রমন করে যেকোনো মানুষই ক্লান্ত অনুভব করেন। এই সময় যাত্রীর সাথে বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা কিরূপ আচরণ করবেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশী প্রবাসীর সাথে নিরাপত্তাকর্মীদের আচরণ আমাদেরকে চরমভাবে ক্ষুদ্ধ করেছে। গত ০৯ জানুয়ারীর গণমাধ্যমে প্রচারিত সিসিটিভির ফুটেজ দেখে মনে হল ১০/১৫ জন একসাথে প্রবাসীর উপর ঝাপিয়ে পড়ে টেনে হিছড়ে ভিতরে নিয়ে অমানবিক হামলা করে রক্তাক্ত জখম করে। অথচ নির্মম ঘটনাকে ধামাচাপা দিয়ে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট কিভাবে প্রবাসীকে জরিমানা করলেন? তাতে আমরা হতবাক! প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। পরিশ্রমের ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে দেশের জন্য রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। একজন প্রবাসী দেশে পৌঁছেই প্রথমে বিমানবন্দরে পা রাখেন। সেখানে একজন যাত্রীর সঙ্গে কোনোরূপ খারাপ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের মাটিতে সুন্দর পরিবেশের বিমানবন্দর গড়তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি করে দেশপ্রেমিক প্রবাসীপ্রেমী নতুন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে দীর্ঘদিন থেকে একই বিমানবন্দরের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শীঘ্রই বদলি করার দাবি জানাচ্ছি।