এমসি কলেজে সমাজবিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

এমসি কলেজ প্রতিনিধি
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষপর্বের শিক্ষার্থী ইসরাত চৌধুরী ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী নজরুল ইসলাম জিসান ও গীতা পাঠ করেন শতাব্দী সরকার।
এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভাগীয় প্রধান আমিনুল হক তার স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের সমাজবিজ্ঞান বিভাগে স্বাগত জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ সমাজবিজ্ঞানের তাৎপর্য এবং সমাজের প্রতি এর দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “সমাজবিজ্ঞানে অধ্যয়ন করে কেউ সমাজের প্রতি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। সমাজকে সঠিকভাবে জানতে ও বুঝতে সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “সমাজবিজ্ঞান শুধু একটি সামাজিক বিজ্ঞান নয়, এটি একটি মানবিক বিজ্ঞানও বটে, যা মানুষকে মানুষ হিসেবে বুঝতে সাহায্য করে। বিশেষ অতিথিবৃন্দও তাদের বক্তব্যে সমাজবিজ্ঞানের গুরুত্ব এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিভূতিভূষণ দাস, সহকারী অধ্যাপক ফারহানা ইসলাম, সহকারী অধ্যাপক অগ্রাতা সৌরভ, প্রভাষক আবু সাদাত সায়েম, প্রভাষক শামিমুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। “সোসিওলজি ক্লাব” এর সক্রিয় তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ছাত্রনেতাদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সেক্রেটারি জওহর লোকমান মুসান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এমসি কলেজ শাখার আহ্বায়ক সেলিম আহমদ সাগর, গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সুমিত কান্তি পিনাক, সমাজবিজ্ঞানের ১ম বর্ষের শিক্ষার্থী চয়ন তালুকদার, ৩য় বর্ষের শিক্ষার্থী আবু তায়েফ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রবীণ শিক্ষার্থীরাও নবীনদের সাথে পরিচিত হয়ে আনন্দ প্রকাশ করেন। এমসি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক দলের উপস্থাপনা ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের বিভিন্ন আয়োজনে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।