আমার মেধা-শ্রম কাজে লাগিয়ে সুবিপ্রবি’কে সর্বোচ্চ উচ্চতায় নিতে চাই, ভিসি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন “লেখাপড়া শিখে একজন ভালো মানুষ হতে হবে, একজন ধৈর্যশীল মানুষ হতে হবে, একজন সহানুভূতিশীল মানুষ হতে হবে”।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযেগিতা, পুরস্কার বিতরণ, নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভিসি ড. নিজাম উদ্দিন বলেন, আমার সম্পূর্ণ মেধা-শ্রম কাজে লাগিয়ে সুনামগঞ্জবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়’কে সর্বোচ্চ উচ্চতায় নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন হয় তাই করবো। এখানে আমার ব্যক্তিগত কোন এজেন্ডা নেই। আমার এজেন্ডা একটাই, সাস্টের আদলে গড়ে তুলে সাস্টের চাইতেও অন্যতম একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমার সাধনা থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আবু নোমান মো. শফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান।