সুনামগঞ্জে সড়কে ঝড়লো ভাইয়ের প্রাণ, আহত ৩ বোন

সুনামগঞ্জ প্রতিনিধি:
ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় লোকনাথ বনিক নামে যুবকের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর ওয়েজখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় সিএনজি চড়ে ৩ বোনকে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন লোকনাথ বণিক। ওয়েজখালী এলাকায় গিয়ে একটি থামানো ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লোকনাথ বণিকের মৃত্যু হয়। আহত হন তার ৩ বোন।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের পাশে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় লোকনাথ বনিক নামে যুবকের মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা ৩ বোন আহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।