সুনামগঞ্জে ইয়াবা কারবারি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ইয়াবা কারবারি সাহাব উদ্দিন (৪৫) কে আটক করেছে শান্তিগঞ্জ খানা পুলিশ। শান্তিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা তিনি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ৩টায় শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকা হতে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একশ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ এক হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়।
ধৃত সাহাব উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে জেলা পুলিশের মিডিয়া সেল।