বিশ্বনাথে দারুল কোরআন মাদ্রাসার সম্মেলন ও দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি:
দারুল কুরআন ফয়জে আম মাদরাসা (মিরেরচর, দুর্যাকাপন, মিয়াজানের গাঁও, ছত্তিশ) বিশ্বনাথের প্রতিষ্ঠাতা মুহতামীম শায়খ মাওলানা শাহ ওয়ারিছ উদ্দীন (রহ:) ও মাওলানা সামছুল ইসলাম (রহ:) স্মরণে দোয়া মাহফিল ও মাদারাসার ৪৯তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা হতে মধ্যরাত পর্যন্ত এ মহতি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পবিত্র কুরআন তেলাওয়াত ও স্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। বাদ জোহর বয়ান পেশ করবেন মাওলানা শায়খ আহমদ আলী শায়খুল হাদিস কাজির বাজার মাদরাসা। আড়াইটায় শিরণী বিতরণ।
বাদ আছর ২য় অধিবেশনে আমন্ত্রিত অতিথি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, খেলাফত মজলিসের যুগ্ম মহা সচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান, বিএনপি নেতা এম ইলিয়াস আলী’র ছোট ভাই, এম আছকির আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশর যুগ্ম মহা সচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ড. প্রফেসর হাসমত উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান সাহেব, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, ওসমানী নগর উপজেলা সাবেক চেয়ারম্যান হাজী মোঃ ময়নুল হক চৌধুরী, তরুণ আলেম ও সংগঠক মাওলানা বিলাল আহমদ চৌধুরী।
৩য় অধিবেশন বাদ মাগরিব, বয়ান পেশ করবেন, শায়খুল হাদিস হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম, আফিন্দী ঢাকা, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান চট্টগ্রাম, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ, প্রধান মুফতি গহরপুর মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি আবুল হাসা পি জকিগঞ্জী, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম বদ্বিষী ঢাকা, হযরত মাওলানা মুফতি আহসান আহমদ ঢাকা, হযরত মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী সিলেট, হযরত মাওলানা মুহাম্মদ ছাহেবজাদায়ে গলমুকাপনী।
অনুনষ্ঠানের বিশেষ আকর্ষণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, রফিকুল ইসলাম আইনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, হযরত মাওলানা হাফিজ মুহসিন আহমদ, মুহতামিম কৌড়িয়া মাদ্রাসা আমন্ত্রিত অতিথি বৃন্দ, মাওলানা নূরুল হক, মুহতামিম জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ, মাওলানা শিব্বির আহমদ মুহতামিম জামেয়া মাদানিয়া বিশ্বনাথ, মাওলানা খবির উদ্দিন আহমদ মুহতামিম জামেয়া চক-কাশিমপুর,মাওলানা লোকমান আহমদ সাহেব, মুহতামিম চান্দভরাং মাদ্রাসা, মাওলানা মুফতি ফারুক আহমদ সাহেব, মুহতামিম জামেয়া আমতৈল, মাওলানা মুফতি লুৎফুর রহমান মুহতামিম পাঠাকইন মাদ্রাসা, মাওলানা মুফতি ময়নুল ইসলাম মুহতামিম লামাকাজী মাদ্রাসা, মাওলানা হাফিজ জুনায়েদ আহমদ ছাহেব জাদায়ে মইজপুরী, মাওলানা হাফিজ লোকমান হাকিম মুহতামিম শমেমর্দান মাদ্রাসা, মাওলানা মুফতি মুজিবুর রহমান, শায়খুল হাদিস আঙ্গুরা মাদ্রাসা, শায়খুল হাদিস হযরত মাওলানা মখলিছুর রহমান কিয়ামপুরী।
এছাড়াও ইসলামি গজল পরিবেশন করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বিপ্লবী নাশীদ শিল্পী আবু সুফিয়ান, জাগ্রত কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আব্দুল্লাহ ইসহাক আলমগীর, রাশেদ রহমান, মাহবুব আল বারী, আহনাফ আব্দুল্লাহ, জাহিদ হাসান রাজভী, আসিফ আদনান, সাইফুল্লাহ সাকিব, মারুফ হোসেন, রাফিদ মুত্তাকী, হাসান আইমান, জাবের আবরারসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাশরিফ পেশ করবেন, এতে আপনারা আমন্ত্রিত।