পাতা কপি নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের, আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ’র দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গাপাড়া গ্রামে ক্ষেত থেকে পাতা কপি চুরিকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ঝগড়ায় উভয়পক্ষের ১০ জন আহত।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের কাছ থেক জানা যায়, রবিবার (১৯ জানুয়ারি) ফরিদ মিয়ার ক্ষেত থেকে পাতাকপি চুরির ঘটনায় ফরিদ মিয়া সন্দেহ করে গালাগালি করে। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুল গং লোকজন ফরিদ মিয়াকে ক্ষেতেই মাইরপিট করে শারীরিক ভাবে আহত করে। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এর জের ধরে মঙ্গলবার (২১ জানুয়ারি) মৃত-সামছুল হুদার ছেলে আশরাফুল (৩৭) নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া হযরত আলীর বাড়িতে হামলা করে ফরিদ মিয়া (৩০), আরিফ হোসেন (২৮), শরীফ হোসেন (২৭) কে গুরুতর আহত করে। আহত শরীফ হোসেনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। ফরিদ মিয়া ও আরিফ হোসেন গুরুতর আহত হওয়ায় দোয়ারা বাজার ৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রামের প্রবীন মুরুব্বি ও সমাজপতি বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সেনা সার্জেন্ট আং খালেক, মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা মো. ফজর আলী, সৌদি প্রবাসী ফারুক আহমদ জানান, অভিযুক্ত ব্যক্তিগণ বিগত আওয়ামী সরকারের সময় এলাকার নিরীহ মানুষদের একাধিকবার এভাবে মারপিট করেছে। তাদের অন্যায় অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সরকার পরিবর্তনের পরও তাদের দাপটে এলাকার নিরীহ লোকজন সবসময় তটস্থ থাকতে হয়। গত ২১ তারিখ হযরত আলীর বসত বাড়িতে এসে হামলা করে হযরত আলীর মেয়ের জামাই ফরিদ মিয়াসহ অনেককেই গুরুতর জখম করেছে। নির্যাতিত এলাকাবাসী আশরাফুল গংদের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান।
দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক জানান, একপক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।