ছাত্রদের নতুন দল গঠন নিয়ে বিতর্কের মাঝে যা বললেন তারেক রহমান

দৈনিকসিলেটডেস্ক
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নতুন দল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিন সংগঠকের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পদে থাকা নিয়ে সরকারের নিরপেক্ষতা নিয়ে এ প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন দল গঠনকে স্বাগত জানিয়েছেন। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এ স্বাগত জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বিএনপি। তবে কেউ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে। কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়াসুলভ কিংবা প্রতিহিংসামুলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্খিত।’
তারেক রহমান বলেন, ছাত্রদের উচিত অন্য রাজনৈতিক দলের প্রতি হিংসা প্রকাশ না করে বক্তব্যে সংযত থাকা। তরুণরা প্রশ্নবিদ্ধ পথের না গিয়ে, স্বচ্ছ পথে সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে। তবে সংস্কার না নির্বাচন- এ নিয়ে কেউ কেউ কূটতর্ক শুরু করেছেন। অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে আমাদের দেওয়া ৩১ দফার দুই-একটি ছাড়া সবই মিল রয়েছে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তারেক রহমান বলেন, সংস্কারের চাইতে সংসার পরিচালনা করা বেশি জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে নিম্নবিত্তের সংসার টেকানো দায় হয়ে গেছে। বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব এই সরকারের কাছে। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে কেন বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য কমাতে পারছে না বর্তমান সরকার। তাদের প্রশ্ন সরকারের কেউ কেউ অন্য ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না?
দেশের উন্নয়নে জ্ঞানভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা কমিশন গঠন করা হবে।