যুদ্ধবিরতির মধ্যে গাজাবাসীকে বাড়ি ফিরতে দিচ্ছে না ইসরায়েল

দৈনিকসিলেটডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকার শত শত ফিলিস্তিনিকে ঘরে ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েল। হামাস অবিযোগ করেছে, ইসরায়েল এমন কাজ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের দখলদারিত্ব যুদ্ধবিরতির শর্তভঙ্গ করে।
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজার ফিলিস্তিনিরা নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এমনই একদল ফিলিস্তিনি নিজেদের বাড়িতে ফিরতে মধ্য গাজার আল-রশিদ সড়কে ইসরাইলের চেকপয়েন্টের কাছে জড়ো হন। সেখানে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানা গেছে।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি জিম্মি আরবেল ইয়াহুদের মুক্তি না হওয়া পর্যন্ত তারা গাজাবাসীকে বাড়িতে ফিরতে দেবে না। মধ্যস্থতাকারীদের হামাস জানিয়েছে, ইয়াহুদ সুস্থ আছে এবং তাকে মুক্তি দেওয়া হবে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, বহু মানুষ জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে দেখে সন্দেহ করা হয়েছিল যে তারা ইসরাইলি বাহিনীর জন্য হুমকি হয়ে উঠতে পারেন। সেনারা এরপর সেখানে গুলি ছোড়েন।
ইসরায়েলি সংবাদমাধ্যমে ওয়াল্লার প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সী ইয়াহু সামরিক বাহিনীর মহাকাশ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি একজন সেনাসদস্য।