শ্রম সংস্কার কমিশনের সাথে বিভিন্ন শ্রমিক সংগঠনের মতবিনিময়

দৈনিকসিলেট ডেস্ক
শ্রম সংস্কার কমিশনের উদ্যোগে সিলেটের বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে এক মতবিনিময় সভা গতকাল (২৬ জানুয়ারি) রোববার বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও কমিশন সদস্য রাজেকুজ্জামান রতন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিশন সদস্য তপন দত্ত ও সাকিল আখতার চৌধুরী।
শ্রমিক সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা আহ্বায়ক সুরমান আলী, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সদস্য সচিব ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু জাফর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ লেবার ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক সায়েদুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা নুরুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল।
এছাড়াও বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভার শুরুতে জুলাই-আগষ্ট অভ্যুত্থানে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয় ।
সভায় সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন , গণতান্ত্রিক শ্রম আইনের আকাঙ্ক্ষা এদেশের শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের। বর্তমান শ্রম সংস্কার কমিশন শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা ধারণা আগামী দিনের শ্রম নীতি প্রণয়ন করার প্রস্তাবনা তৈরি করতে চায়। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রমজীবী মানুষকে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।