জৈন্তাপুরে ছাত্র-শিবিরের উদ্যোগে মিড দ্যা ব্রিলিয়ান অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলা শিবিরের উদ্যোগে এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল মিট দ্যা ব্রিলিয়ান অনুষ্ঠান সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১০টায় জৈন্তাপুর ইরাদেবি মাঠে শুরু হয়ে দুপুর ১টা পুরষ্কার বিতরনীর মাধ্যমে সম্পন্ন হয়।
জৈন্তাপুর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের এতে অংশ গ্রহন করে। এতে উপজেলা সদরে যেন একঝাক মেধাবী কিশোর-কিশোরীর উপস্থিতির সমাগম ঘটে।
জৈন্তাপুরের দক্ষিণের সভাপতি মারুফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামাতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাউথ কোরিয়ার দানসিন ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আমিনুর রহমান, শিবিরের সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমেদ রাজু, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মহাসিন আলমাস, জৈন্তাপুর উত্তরের সভাপতি তারেক আহমদ, দক্ষিণের সেক্রেটারি সিদ্দিকুর রহমান, উত্তরের সেক্রেটারি হুসাইন আহমদ।
এছাড়াও উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমদ, রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুস শুক্কর।
প্রধান অতিথি মেধাবীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার সেক্টরটি। যার কারনে বিগত সরকারের আমলে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খেতাবে নাম লিখাতে পারেনি। প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, আজকে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিট দ্যা ব্রিলিয়ান্ট প্রোগ্রামের উপস্থিত হয়েছ তোমরা জৈন্তাপুরের সেরা মেধাবীদের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ। তোমরা আজ তোমাদের প্রতিষ্ঠানে সেরা হয়ে উপজেলাতে সেরা হয়ে, জেলাতে সেরা হয়ে, দেশ সেরা হওয়ার পর ও বিশ্বে সেরা হওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। আমার আজকের ম্যাসেজ নিজের প্রতিষ্ঠানে সেরা হয়ে সেরা হওয়ার জার্নিটা যেন শেষ না হয়। নিজের প্রতিষ্ঠান থেকে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। আর তোমাদের মত মেধাবীদের মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সব সময় প্রস্তত হয়ে আছে।
বিশেষ অতিথির বক্তব্য জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, জুলাই-আগষ্টে শহীদ আবু সাইদের রক্তাক্ত চেতনা কে ধারণ করতে হবে, বিগত ফ্যাসিবাদী সরকার জৈন্তাপুরের একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে বাংলাদেশে পড়তে দেয়নি, কিন্তু তিনি দমে যাননি প্রবল ইচ্ছা শক্তি নিয়ে কোরিয়ার একটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে পিএইচডি ডিগ্রি লাভ করে সাউথ কোরিয়ায় এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পড়াচ্ছেন, তিনি সেই উৎসাহ-উদ্দীপনা পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে। তোমাদের মত মেধাবীরা ও আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসতে হবে, তোমাদের কে ও বিশ্বের মধ্যে সেরা হতে হবে। অনুষ্ঠান শেষে সকল মেধাবীদেরকে ক্রেষ্ট ও শিক্ষা উপকরণ উপহার তুলে দেয়া হয়।