সৌদি আরব থেকে মাসুকের মরদেহ পৌঁছাল চুনারুঘাটে

নুর উদ্দিন সুমন
৫ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের মাসুক মিয়া। সড়ক দুর্ঘটনায় নিহতের ২০ দিন পর আজ সোমবার বিকেলে তার মরদেহ পৌঁছায় বাড়িতে।
মরদেহ পৌঁছানোর পর স্ত্রী-সন্তানসহ আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
নিহত মাসুক উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের জহুর আলীর ছেলে। জানা গেছে, মাসুক মিয়া ৫ মাস আগে চাকরি নিয়ে সৌদি আরব যান। গত ৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাসুক। নিহতের ২০ দিন পর সৌদি দূতাবাসের সহযোগিতায় মরদেহ দেশে আসে। সোমবার ভোরে মরদেহটি পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। সেখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য কামাল হোসেন মরদেহটি গ্রহণ করেন।
কামাল হোসেন জানান, আজ রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে