সুনামগঞ্জে উৎসবে পারফর্ম করবেন তারা
সুনামগঞ্জ প্রতিনিধি
আজ মঙ্গলবার রাতে বার্ষিক উৎসবে পারফর্ম করবেন তারা। একই মঞ্চে গাইবেন বাউল হানিফ সরকার ও সংগীতশিল্পী, গীতিকার সাংবাদিক রাজু আহমেদ রমজান। স্থানীয়দের আয়োজনে তরুণ সমাজকর্মী রুহেল মিয়া (রুয়েল) এর ব্যতিক্রমী পরিচালনায় উৎসব অনুষ্ঠিত হবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।
রাজু বলেন, জামালগঞ্জে বেড়েওঠা হানিফ ভাই নিজ উপজেলাসহ দেশের বিভিন্নপ্রান্তে ছুটেচলা এ সময়ের গুণী বাউল শিল্পী। তার গায়কী বেশ ভালো। আশা করছি বার্ষিক উৎসবের এই আয়োজনটি গানে গানে মুখর হবে। অনুষ্ঠান প্রসঙ্গে রাজু বলেন, উৎসবে হানিফ ভাই আর আমি একই স্টেজে গাইবো যা খুবই আনন্দের ব্যাপার। পাশাপাশি আরও শিল্পী থাকবেন যারা চমৎকার পারফর্ম করবেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে পারফর্ম করবেন নেত্রকোনা জেলার সংগীতশিল্পী রিতা সরকার, বাউল বাবুল হরফে হ্যাংগেল বাবুল। অনুষ্ঠান পরিচালনায় থাকছেন সমাজকর্মী রুহেল মিয়া রুয়েল।