শায়েস্তাগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিকসিলেট প্রতিবেদক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আতিক মিয়া (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার দাউদনগর গ্রামের মাছঘাটের দক্ষিণ পাশে একটি গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আতিক মিয়া একই গ্রামের আমিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতের যে কোনো সময় আতিক মিয়া গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সকালে গ্রামের মানুষ ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।