পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই শুরু

দৈনিকসিলেট ডেস্ক :
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট আগামী কয়েক মাসের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসিআই)-এর সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে এক বৈঠকে তিনি এই তথ্য জানান। এই খবর জানায় দ্য ডন।
বাংলাদেশি হাইকমিশনার বলেন, ‘দুই দেশের মধ্যে সংযোগ উন্নত করতে এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
তিনি আরও জানান, ঢাকা, করাচি ও লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটও শিগগিরই চালু হবে, যা বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময়কে আরও সহজ করবে।
এ ছড়া ইকবাল হোসেন বাংলাদেশের ব্যবসায়িক অংশীদারিত্বকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশের ভিসা পাওয়া সহজতর করার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশি এই কর্মকর্তা দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ এবং শিল্প সহযোগিতার জন্য উৎসাহিত করেন, যেন উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পরিক সমৃদ্ধি অর্জন করতে পারেন।
তিনি আরও বলেন, পাকিস্তান থেকে বাংলাদেশে রপ্তানির জন্য পণ্য যেমন- চিনি, স্টিল, সার্জিক্যাল যন্ত্র, সিমেন্ট, শুকনো ফল, গোলাপি লবণ, দুধজাত পণ্য, মার্বেল ও কয়লা রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ পাকিস্তানে চা ও পাট রপ্তানি করতে পারে, যা দুই দেশের বাণিজ্যে পরিপূরক ভূমিকা রাখতে পারে।
এ সময় আইসিসিআই সভাপতি উল্লেখ করেন, দুই দেশের ব্যবসা, শিল্প এবং বাণিজ্য আমাদের অর্থনৈতিক কূটনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া তিনি শিগগিরই বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে তিনি এই সফর করবেন। সূত্র: দ্য ডন