পশ্চিম সোনার পাড়া বায়তুন নূর জামে মসজিদের ওয়াজ মাহফিল শুক্রবার

দৈনিকসিলেট ডেস্ক :
নগরীর পশ্চিম সোনার পাড়া বায়তুন নূর জামে মাসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল ৩১জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাদ জুম্মা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মাহফিলটি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মুফতি বশির আহমদ, বি-বাড়িয়া। বিশেষ অতিথি হিসাবে ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা নাজমুদ্দীন ক্বাসিমী, নাইওরপুল, হযরত মাওলানা সিরাজুল ইসলাম, জামেয়া দারুল হুদা, হযরত মাওলানা তৈয়্যিবুর রহমান, লাফনাউট, হযরত মাওলানা বাহাউদ্দীন, সিলেট।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা নূর আহমদ ক্বাসিমী, ইমাম ও খতিব বায়তুন নূর জামে মসজিদ, পশ্চিম সোনার পাড়া-সিলেট ।
এই ওয়াজ মাহফিলে সর্বস্থরের দ্বীন দরদী মুসল্লীদেরকে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন মসজিদের মতোয়াল্লী আলহাজ্ব মাসুক আহমদ ও সেক্রেটারি মোঃ ফয়েজ উল কয়েস।