সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে তারুণ্য উৎসব অনুষ্ঠিত

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
জমকালো আয়োজনের মধ্যেদিয়ে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য উৎসব-২০২৫। বার্ষিক ক্রীড়া ও শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশে দিনভর চলে তারুণ্য উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়নামিক জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক জ্যোতির্ময় দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কলেজ প্রভাষক নাহিদা নাসরিন জেনিয়া ও প্রভাষক উবায়দুর রহমান রাজু এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, ক্রীড়া কমিটির আহবায়ক প্রভাষক রাসেল আহমেদ, তারুণ্য উৎসব কমিটির আহবায়ক প্রভাষক খন্দকার সফিকুল ইসলাম, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক রামানুজ আচার্য।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের লাল গালিচা-ফুলেল শুভেচ্ছাসহ কলেজ ব্যাচ পরিয়ে দেন শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মূল অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ। কলেজ শিক্ষার্থীদের স্কাউট দলের পারফরম্যান্স, নৃত্য-গান পরিবেশনের পর বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়া হাওরে প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করার লক্ষ্যে স্বরচিত গান পরিবেশন করেন সাংবাদিক গীতিকার সংগীতশিল্পী রাজু আহমেদ রমজান। এর আগে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান কলেজ অধ্যক্ষ অধ্যাপক জ্যোতির্ময় দাস।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে গেল ৮ জানুয়ারি থেকে শুরু হয় তারুণ্য উৎসব। আনুষ্ঠানিকতার শুরুতে নিজ কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্নতার মধ্যেদিয়ে মাসব্যাপী চলে নানা আয়োজন।