শাবিপ্রবিতে মিরাজের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা

শাবি প্রতিনিধি
ডিভাইন স্পেকট্রাম সাস্ট (ডিএসএস) এর উদ্যোগে পবিত্র মিরাজুন্নবী সা. উপলক্ষে মিরাজের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শাবিপ্রবির একাডেমিক ভবন ই এর ২২৩ নং কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সদস্য সচিব রেজাউল করিম জুয়েল।
সংগঠনের সদস্য মহিউল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মাওলানা মো. জিয়াউল হক চৌধুরী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ও ডিএসএস এর উপদেষ্টা ড. মো. ফারুক মিয়া। এছাড়া বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সৈয়দ মঈনুদ্দিন আহমেদ রাসেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আফাজুর রহমান ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী লায়েক আহমেদ। আলোচনা সভায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ও বিস্ময়কর মোজেজা পবিত্র মিরাজের ঘটনা সমূহের বিভিন্ন দিক এবং মানবজাতির জন্য এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভার শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।