শান্তিগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ্ মো. কামরুজ্জান এর সভাপতিত্বে সহকারী শিক্ষক এস,এম ইমতিয়াজ উদ্দিন ও রথিন্দ্র কুমার দাস অনুষ্টানে যৌথ পরিচালনা করেন। বৃহস্পতিবার সকালে চলা ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, সুকান্ত সাহা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, এডহক কমিটির সদস্য মিটন তালুকদার, রাজেশ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সদস্য হারুন রশীদ তালুকদারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।