সুনামগঞ্জে “জলকন্যা সাহিত্য পরিষদ” এর গুণীজন সম্মাননা প্রদান

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জে গুণীজন সম্মাননা দিয়েছে সাহিত্যপ্রেমীদের সংগঠন “জলকন্যা সাহিত্য পরিষদ”। একই সময়ে সংগঠনের ৫ম প্রকাশনা “জলকন্যা কাব্যগ্রন্থ”-এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত গুণীজন ব্যক্তিগন। অনুষ্ঠানে মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম’কে সংবর্ধিত করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শহরের শহীদ জগৎজ্যোতি (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্যেদিয়ে “জলকন্যা কাব্যগ্রন্থ-এর মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান চলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন, কবি-গবেষক সুখেন্দু সেন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, স্থানীয় দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, অ্যাডভোকেট মজিবুর রহমান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি রওনক আহমদ বখত, জলকন্যা সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি আশরাফ হোসেন লিটন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবি কুমার সৌরভ, সাংবাদিক খলিল রহমান, লোকদল শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক, কবি রাজেশ কান্তি দাশ, কবি-গীতিকার শেখ এমএ ওয়ারেস, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন- কবি কোহিনূর বেগম, অজয় রায়, মাসুদ আহমেদ প্রমুখ। স্বরচিত গাস পরিবেশন করেন গীতিকবি জহিরুল ইসলাম।
জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি কোহিনুর বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকসানা ইয়াসমিন। জলকন্যা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
সাহিত্য পরিষদের নিয়মিত প্রকাশনা “জলকন্যা” প্রকাশে পৃষ্ঠপোষকতা করে আসছেন যুক্তরাজ্য প্রবাসী লেখক- তুখোড় সাংবাদিক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু। সাহিত্যপ্রেমে মত্ত হয়ে সাংগঠনিকভাবে নিজ জেলা সুনামগঞ্জের গুণীজনদের সংবর্ধিত করে যাচ্ছেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “জলকন্যা সাহিত্য পরিষদ”। এ পর্যন্ত ৫ম বারে প্রকাশনায় এসেছে। এবারের প্রকাশনায় শতকবির কবিতা প্রকাশ পেয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ৫ম তম সম্মাননা দেওয়া হয়।
অপরদিকে, করোনাকালীন সময়ে স্থানীয় বাউল শিল্পীদের আর্থিক সহায়তা প্রদানসহ দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছে ” জলকন্যা”। এর সম্পাদনায় রয়েছেন লেখক-সাংবাদিক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু, কবি-শিক্ষক কোহিনূর বেগম, প্রভাষক মশিউর রহমান ও কবি আশরাফ হোসেন লিটন।