সিলেটে আবাসিক হোটেলে থেকে ৪ নারী-পুরুষ আটক

দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট নগরীতে অসামাজিক কাজের অভিযোগে ১ নারীসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী আবাসিক হোটেল তিতাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার মির্জাপুর থানার বিধু ভুষন দাসের ছেলে বিপ্লব দাস (২১),সুনামগঞ্জ সদর থানার নওরোজপুর গ্রামের ওসমান গনির ছেলে আব্দুর রহিম (২২), তাহিপুর থানার লাউরের গড় গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. নুর আলী (২৫) ও ইয়াসমিন বেগম (২৫)।
পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অসামাজিক কাজের অভিযোগ পায় পুলিশ।শুক্রবার রাতে হোটেলটিতে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে ৪ জনকে আটক করে।