সুনামগঞ্জে “হাওর উৎসব” অনুষ্ঠিত

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জে “হাওর উৎসব” অনুষ্ঠিত হয়েছে। দিরাই উপজেলার কালনী নদী তীরবর্তী বরাম হাওরে দিনব্যাপী উৎসব চলে নানা আয়োজনের মধ্যেদিয়ে। রবিবার বেলা ১১ টায় (২ ফেব্রুয়ারি) শুরু হওয়া বর্ণাঢ্য উৎসবে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আক্তারুজ্জামান ছিলেন উৎসবের প্রধান আলোচক।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর সভাপতিত্বে, জেলা প্রশাসক সমর কুমার পাল এর পরিচালনায় উৎসবে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান।
হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ও টুরিজম বোর্ডের সহযোগিতায় হাওরে দিনভর চলা অনুষ্ঠানে ৭টি জেলার হাওর সংশ্লিষ্ট প্রতিনিধিগনসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
আলোচনা সভা, অডিও-ভিডিও প্রদর্শনী, গম্ভিরা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষ রোপণ, ভাটি গানের আসর ছিল অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ।