বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টায় স্থানীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়াবে আমীর ফয়সল আহমদ। এতে সভাপতিত্ব করেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের সভাপতি সাহেদুল ইসলাম সুমন।
অনুষ্ঠিত সম্মেলনে জামায়াতের ইউনিয়ন সাংগঠনিক সেক্রেটারি মোঃ অলিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ইউনিয়ন প্রধান উপদেষ্টা মোঃ আব্দুস সামাদ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু জাফর বেলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি আজিজ আহমদ সাবু।
এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা খালেদ আহমদ, ইউপি সদস্য মোঃ এনামুল হক, ছাত্রনেতা মুসা আহমদ সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাস্টার তোফায়েল আহমদ লায়েক, আব্দুল আজিজ, মিজানুর রহমান, তাওহীদ আহমদ, নাঈম হোসেন, রাসেল আহমদ, আব্দুস শুকুর, জাহাঙ্গীর আলম, ফাতার আলী, দেলোয়ার হোসেনসহ প্রমুখ।
যুব কল্যাণ পরিষদের দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সাহেদুল ইসলাম সুমনকে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছিতকে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি এবং ৫সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।