বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে আনুমানিক ২ বছর বয়সী মুনতাহা বেগম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামের আশিক আলী ও সুমী বেগম দম্পতির কন্যা।
রোববার (২ ফেব্রুয়ারী) সকালের কোন এক সময় পার্শ্ববর্তি বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২.৪০ টার দিকে পিত্রালয়ের পার্শ্ববর্তি মৃত হাজী ফয়জুর রহমানের পুকুরে শিশু মুনতাহার লাশ ভেসে থাকতে দেখে তার পরিবারের লোকজনকে খবর দেন প্রতিবেশীরা। এরপূর্বে মায়ের সাথেই শিশু মুনতাহা পার্শ্ববর্তি বাড়িতে যায়। মা পুকুরে নিজের প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে আসলেও শিশু মুনতাহা তখন মৃত হাজী ফয়জুর রহমানের বাড়িতেই নিজের সম-বয়সীদের সাথে খেলা করছিলো। খেলাধুলার কোন এক ফাঁকে সবার অজান্তে মুনতাহা সেই বাড়ির পুকুরে পড়ে মারা যান।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে যায়। এব্যাপারে শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।