বিয়ানীবাজারে আওয়ামী লীগের লিফলেট বিতরণ

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগ ও যুবলীগের একদল নেতাকর্মী। দলটির ফেসবুক পেইজে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২ ফেব্রয়ারি রবিবার সকালে পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিররণ করেন তারা। পৌরসভা আওয়ামী লীগ নেতা বিমল উরফে সুমন আহমদের নেতৃত্বে লিফলেট বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়।
বিয়ানীবাজার পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিমল উরফে সুমন আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ নামীয় আইডি ‘বিমল বিবি’ তে লিফলেট বিতরণের সচিত্র ছবি পোষ্ট করেন। মুর্হুতেই এই ছবি ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। পোস্ট তিনি লিখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচীতে সিলেট বিয়ানীবাজার পৌর এলাকায় লিফলেট বিতরণে আমরা সবাই। তার এই পোষ্টের কমেন্টেসে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উজ্জীবিত হয়ে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু ¯েøাগানের কমেন্টস করতে দেখা যায়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি আমরাও স্যোসাল মিডিয়ায় দেখেছি। সকাল বেলা তারা আকস্মিক ভাবে এই কর্মসূচী পালন করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, যদি নিষিদ্ধ কোন সংগঠনের কেউ জড়িত থাকে বা আইনের কোন ব্যতয় ঘটে তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১২ আগস্ট বিয়ানীবাজার পৌরশহরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ। তারা ১৫ আগস্ট শোক দিবসের আলোচনা সভাও করে বিয়ানীবাজারে। এরপর দীর্ঘ প্রায় ৬ মাস পর লিফলেট বিতরণের মধ্য দিয়ে নিজেদের অস্ত্রিত্ব জানান দিলো সংগঠনটি।