বিএনপি নেতার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নেত্রী ও সাবেক সংসদ শাম্মির শোক

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি ও ১০নং মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার ।
তিনি আজ রবিবার সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় বলেন- আলহাজ্ব হুসাইন আলী রাজন দলের নীতি ও আদর্শ এবং চুনারুঘাট উপজেলা বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। তা দলের স্থানীয় নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও বিএনপির কেন্দ্রীয় নেত্রী তা উল্লেখ করেন। শাম্মি আক্তার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি শনিবার চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । হুসাইন আলী রাজন ১৯৯৭ সালে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর জনগণের ইচ্ছায় নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচন হন তিনি। এরপর বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন হোসাইন আলী রাজন।পরবর্তীতে ২০০৫ সালে প্রতিষ্ঠিত চুনারুঘাট পৌরসভার প্রতিষ্ঠাকালীন কমিশনার মনোনীত হন। সামাজিক বিচার-শালীশে হোসাইন আলী রাজনের অবদান ছিল অনস্বীকার্য। মৃত্যুকালে ৩ কন্যা ও ২ পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।