সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের এপিএস গ্রেফতার

দৈনিকসিলেটডেস্ক
আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) জুয়েল আহমদকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত আড়াইটায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
জুয়েল আহমদ ডুংরিয়া গ্রামের আবদুল শহিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় ৪ ডিসেম্বর একটি মামলা দায়ের করে শান্তিগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার দিবাগত রাত ডুংরিয়া গ্রামে জুয়েল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রোববার এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জুয়েলকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে অভিযান করে জুয়েল আহমদকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় উপজেলার ৫ ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করেছিল পুলিশ। অজ্ঞাত ছিল আরও ১০-১২ জনের নাম। জেলা ছাত্রলীগ নেতা মাজেদ আহমদ প্রথমেই এই মামলায় গ্রেফতার হয়েছিলেন। এখনো জেলহাজতে আছেন তিনি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে গ্রেফতার হলেন জুয়েল আহমদ।