ভূমধ্যসাগরে নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দাফন

দৈনিকসিলেট ডেস্ক :
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌ দুর্ঘটনার শিকার ২৩ অভিবাসন প্রত্যাশীর মরদেহ দাফন করা হয়েছে। তাদের অবয়ব দেখে বাংলাদেশি বলে ধারণা করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এমন তথ্য দিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাসার।
তিনি বলেন, ২৫ জানুয়ারি রাতে লিবিয়া উপকূল থেকে ৫৬ জন যাত্রী নিয়ে একটি নৌকা ইতালির উদ্দেশে রওয়ানা দেয়। খুব সম্ভবত এদিন রাতেই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি উপকূলে মরদেহ ভেসে আসতে থাকে। ২৮ জানুয়ারি সাতজন, ২৯ জানুয়ারি ১১ জন, ৩০ জানুয়ারি ৩ জন ও ৩১ জানুয়ারি ২ জনসহ মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহগুলো আজদাদিয়া এলাকায় সমাহিত করা হয়েছে। ‘লাশগুলো পচে গিয়েছিল। এগুলো রাখার কোনো উপায় ছিল না।’ মরদেহ উদ্ধার ও দাফনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা রেড ক্রিসেন্ট ও স্থানীয় কর্তৃপক্ষের লোকজন। তারা জানিয়েছেন, অববয়ব দেখে তাদের মনে হয়েছে, লাশগুলো বাংলাদেশি নাগরিকদের। লাশগুলোর সঙ্গে কোনো ডকুমেন্ট ছিল না।
তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। এ ছাড়াও মুমুর্ষু অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে সম্ভবত সেনাবাহিনী বা পুলিশের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের খোঁজ পাইনি। বাকি যারা এখনও নিখোঁজ তাদেরও খোঁজ পাওয়া যায়নি। সূত্র: ইউএনবি