বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময়

দিলোয়ার হোসাইন,বানিয়াচং
হবিগঞ্জের বানিয়াচংয়ে নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথী বানিয়াচংয়ের কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা বেগম সাথী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউন উল্লাহ, বানিয়াচং প্রেসক্লাব সভপতি মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসেন আলহাদী, দিলোয়ার হোসাইন, আল আমিন খান, এনায়েত হোসেন, আলমগীর রেজা ,বদরুল লস্কর, নূরুল ইসলাম শেখ ফজলে এলাহী জাদু,শাহ সুমন প্রমূখ।
নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথী গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম।আপনারা আছেন বলেই সমাজের নানান অসঙ্গতি ও অনিয়মের কথা আমরা জানতে পারি। পাশাপাশি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির চিত্র এবং পজিটিভ চিত্রও দেখতে পাই।
ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান পদন্নোতিজনিত বদলির কারণে গত ১৪ জানুয়ারী নতুন ইউএনও মাহমুদ বেগম সাথী বানিয়াচং উপজেলায় যোগদান করেছেন।