ধোপাজান-চলতি নদী থেকে বালু বোঝাই নৌকাসহ আটক ৩

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে অভিযান চালিয়ে তিনটি বালু বোঝাই নৌকাসহ তিন জনকে আটক করেছে নৌপুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত ধোপাজান-চলতি নদীতে সিলেট অঞ্চলের নৌ পুলিশ সুপারের নিদের্শনা এই অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের টুকের বাজার নৌ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম খান।
জানা যায়, ধোপাজান-চলতি নদীতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু খেকোরা নৌকায় বালু বোঝায় করা অবস্থায় নৌকা আটক করে। এসময় তিন জনকে আটক করা হয়েছে।
এ সত্যতা নিশ্চিত করে টুকের বাজার নৌ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম খান বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।