অসহায় পরিবারের মাঝে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের নলকূপ প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি
”মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” এই প্রতিপাদ্যে দোয়ারা বাজার উপজেলার শ্রীপুর গ্রামের মাসুক মিয়ার পরিবারের মাঝে বিশুদ্ধ পানির প্রয়োজন নিবারনের লক্ষ্যে গভীর নলকূপ প্রদান করছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর-আর-রাহমান এডুকেশনের ট্রাষ্ট ইউকে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঐ স্থানে নলকূপ স্থাপন করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।এটি নলকূপ প্রজেক্টের ৩৬তমও।
এ উপলক্ষে এক আলোচনা সভায় আর রাহমান এডুকেশন ট্রাস্টের বাংলাদেশ শাখার উলামা বিভাগের সদস্য এমদাদুল হক জোবায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইসলাম উদ্দীন জসিম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জুলফিকার আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালিশ ব্যক্তিত্ব আসমত আলী, হরমুজ আলী প্রমুখ।
পরে আগত অতিথিরা আনুষ্ঠানিকভাবে এই নলকূপের শুভ উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানকে দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা প্রাণবন্ত করে তুলেছিল। এই প্রজেক্ট কার্যক্রমের অর্থায়ন করে সহযোগিতা করেছেন বৃটেনের লুটনের সামি ইয়াসির, মোহাম্মদ জায়েদ গারবি।