জাতীয় নিরাপদ খাদ্য দিবসে সুনামগঞ্জে সেমিনার

সুনামগঞ্জ প্রতিনিধি
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই শ্লোগান নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর সভাপতিত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এছাড়া বক্তব্য দেন আয়োজক সংশ্লিষ্টগন।
অনুষ্ঠানে বিভিন্ন হোটেল-রেস্তোরায় দায়িত্বরত ব্যক্তিগন, ভোক্তা অধিকার পরিষদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।