শাবিপ্রবিতে ‘নেস্টলে ক্যাম্পাস কানেক্ট’ সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং নেস্টলে বাংলাদেশ৷ এর সহযোগিতায় ‘নেস্টলে ক্যাম্পাস কানেক্ট’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে এই সেমিনারটি আয়োজন করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নেস্টলে বাংলাদেশে চাকরির সুযোগ, সিভি তৈরির কৌশল এবং কর্পোরেট জগতে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করেন এবং কুইজ ও ইন্টারেক্টিভ সেশনে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার মাধ্যমে বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তবমুখী দিকনির্দেশনা পান।
সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নেস্টলে বাংলাদেশের তিনজন শীর্ষ কর্মকর্তা— আমিত কুমার দাস, ম্যানেজার (ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স); সায়েদ মোহিবুল হোসেন, সিনিয়র অফিসার (প্রোডাকশন); এবং এস. এম. নাসিরুল হক, সিনিয়র অফিসার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স)। তাঁরা শিক্ষার্থীদের নেস্টলের কর্মসংস্থান প্রক্রিয়া, কর্পোরেট সংস্কৃতি এবং ক্যারিয়ার গঠনের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, ড. মো. মাহবুবুল হাকিম ও সাস্ট ক্যারিয়ার ক্লাবের সদস্যবৃন্দ।