সুনামগঞ্জ এসপি
চাকরি ছাড়লে আমি এমপি পদে নির্বাচন করতে পারবো, দল থেকে

সুনামগঞ্জ প্রতিনিধি
স্যার সম্বোধন না করায় গণঅধিকার পরিষদের নেতার প্রতি ক্ষেপে গিয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান একপর্যায়ে অফিস থেকে বের হয়ে যেতেও বলেন তিনি। এসময় তিনি গণঅধিকার পরিষদের নেতাদের উদ্দেশ্য করে বলেন, আজ চাকরি ছাড়লে আমি এমপি পদে নির্বাচন করতে পারব সব চেয়ে বড় দল থেকে। আমাকে রাজনীতি শিখাতে হবে না। আমি রাজনীতি করেই আসছি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে গনঅধিকার পরিষদের নেতারা মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে যায়।
এই ঘটনার পর এসপির প্রত্যাহার চেয়ে বিকালেই সাংবাদিক সম্মেলন করে এসপিকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ। অন্যতায় বৃহস্পতিবার এসপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গণঅধিকার পরিষদের ওই নেতাকে ধমকাচ্ছেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। এসময় গণঅধিকার পরিষদের নেতাকে বলতে শোনা যায়, আপনাকে এসপি সাহেব বললে যদি মাইন্ড করেন, তাহলে আপনাকে কি বলে ডাকব বলে দেন। এসময় পুলিশ সুপার আরও ক্ষিপ্ত হয়ে ধমক দিয়ে বলতে শোনা যায়, আপনি এখান থেকে চলে যান। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলেন তিনি।
সুনামগঞ্জ গণঅধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী সাংবাদিকদের জানান, মামলা সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম। কিন্তু উনাকে ‘সাহেব’ বলতেই উনি ক্ষেপে যান। আমাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সুপারকে সুনামগঞ্জ থেকে বদলি করতে হবে।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেন, আমার রাগটুকু শুধু আপনারা প্রচার করছেন। কিন্তু গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমার অফিসে এসে খুব বাজে ব্যবহার করেছে। ফলে আমি হয়ত একটু রেগে গেছি। তিনি আরও জানান,গণঅধিকার পরিষদের নেতারা প্রথমে আমার অফিসে এলে আন্তরিক ব্যবহার করি। কিন্তু তারা সেটার সুযোগ নিয়েছেন। শেষে আবার তারাই সেটা বুঝতে পেরে আমাকে ‘সরি’ বলে গেছেন।