সুনামগঞ্জে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী ছাত্রশিবিরে বর্ণাঢ্য র্যালি

সুনামগঞ্জ প্রতিনিধি
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে সুনামগঞ্জ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালিটি সুনামগঞ্জ পৌর শহরের কাজিরপয়েন্ট থেকে শুরু করে বিহারীপয়েন্ট, বকপয়েন্ট, পুরাতন বাস্ট্যান্ড হয়ে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান তুহিন।
প্রধান অতিথি ছাত্রজনতাকে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী থেকে ২৫ এর আজকের দিন পর্যন্ত আসতে সবুজ এই ভূখন্ডে আমাদের ২৩৪ জন ভাইকে শহীদ করা হয়েছে, গুম খুনের শিকার হয়েছেন হাজার হাজর দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা।
প্রধান অতিথি আরও বলেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনে গনহত্যাকারী আওয়ামী ফ্যাসিষ্ট ও তার দুসরদেরকে এখনো বিচারের সম্মুখীন করা হয়নি,অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি ফ্যাসিষ্ট খুনিদের কে বিচারের সম্মুখীন করুন, না হয় সাধারণ শিক্ষার্থীরা আবার ও আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি তার বক্তব্যে ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য আল্লাহর দরবারে উত্তম জাজা কামনা করেন। তিনি বলেন, মেধা ও সততায় আমরা সবার বাংলাদেশ গড়তে চাই,সুন্দর স্বপ্নীল বাংলাদেশ গড়তে সবাইকে আমাদেরকে সহযোগীতা করার আহ্বান জানাচ্ছি।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, সাবেক জেলা অফিস সম্পাদক আব্দুস সত্তার মামুন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিবিরের প্রচার সম্পাদক আব্দুল মমিন, ছাত্র অধিকার সম্পাদক ইয়াকুব আলী, প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, জেলা মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক সুলতান আহমদ, সাবেক অফিস সম্পাদক, শামিম আহমদ। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।