উৎসব তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: বিভাগীয় কমিশনার

হাওরাঞ্চল প্রতিনিধি
সিলেট বিভাগের কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, তরুণদের বিভিন্ন কর্মকাণ্ডে উৎসাহিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই ধরণের উৎসব তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের সবাইকে গুরুত্ব সহকারে তরুনদেরকে ভাল কাজে সাংস্কৃতিক ও খেলাধুলায় মনোযোগী করা সহ লেখা পড়ায় গুরুত্ব বাড়াতে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সুনামগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি কথা গুলো বলেন।
এসম তিনি আরও বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়েই আমরা একটি উন্নত বাংলাদেশ গড়তে পারি। দেশের জন্য ও আগামী প্রজন্ম কে সঠিক ভাবে কাজে লাগাতে সবাই কে ঐক্য বদ্ধ ভাবে এবং নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার এর সহধর্মিণী পারভীন সুলতানা, জেলা প্রশাসকের সহধর্মিণী নূরে সাবা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার খান মো: রেজ-উন-নবী সহ অতিথিরা। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।