শাবিপ্রবি খোয়াই বন্ধনের নেতৃত্বে মোরশেদ ও শাকিল

শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত হবিগঞ্জের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘খোয়াই বন্ধন’র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো: শাকিল হাসান মনোনীত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফারজানা আক্তার, নাজমুল হাসান ও আমির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, শারমিস ইয়াসমিন সাথী, অতুল ব্যানার্জী ও মিশন রায়, কোষাধ্যক্ষ, মো.ত্বোহা হোসাইন বিবিএ, সহকারী কোষাধ্যক্ষ শরিফুজ্জামান খান আতিফ, সাংগঠনিক সম্পাদক হুসানুজ্জামান রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা মুনা ও জান্নাতুল ফেরদৌসি প্রিয়া, প্রচার সম্পাদক সৌরভ গোপ, দপ্তর সম্পাদক আরাফাত জাহান ইমা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রেজাউল ইসলাম অনিক, প্রকাশনা বিষযক সম্পাদক আজিজুর রহমান সাজু, শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজয়া রয় পূজা, স্পোর্টস বিষয়ক সম্পাদক রাহিন ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, শয়ন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শাকিবুর রহমান, ফিমেল সেক্রেটারি সোনালী আক্তার।