আগামী নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

হাওরাঞ্চল প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত।
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে একটি অনলাইন প্রোগ্রামে সুনামগঞ্জের পাঁচটি আসনসহ সিলেটের মোট ১৯টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সুনামগঞ্জ-১ আসন তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর সুনামগঞ্জ জেলা জামায়াত আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান,সুনামগঞ্জ-২ আসন দিরাই-শাল্লা এডভোকেট মুহাম্মদ শিশির মনির বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ আইনজীবি, সুনামগঞ্জ-৩ আসন জগন্নাথপুর-শান্তিগঞ্জ এডভোকেট ইয়াছিন খান সিলেট জজ কোর্ট এপিপি, সুনামগঞ্জ-৪ আসন সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন সুনামগঞ্জ জজ কোর্ট আইনজীবী, সুনামগঞ্জ-৫ আসন ছাতক-দোয়ারাবাজার মাওলানা আব্দুস সালাম আল মাদানী গোবিন্দনগর ফাজিল মাদ্রাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।
পাঁচটি আসনে প্রার্থী ঘোষনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-১ আসন তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর সুনামগঞ্জ জেলা জামায়াত আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। আমরা সারা দেশেই প্রার্থীতা ঘোষণা করা হচ্ছে। দেশ ও জাতীয় স্বার্থে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো সিদ্ধান্ত নেন সেট ভিন্ন বিষয়। ততক্ষন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলবে।