সিএমএস গ্রুপের উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী ২২ ফেব্রুয়ারী
সিএমএস গ্রুপের আয়েশা হক হাসপাতাল, চারখাই মাল্টিকেয়ার হাসপাতাল এবং সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস-এর আয়োজনে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বড়লেখা, জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে সিএমএস গ্রুপের কর্মসূচী-২০২৫ বিনামূল্য চিকিৎসা সেবা ক্যাম্পের প্রথম আয়োজন হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত তিলপারা গ্রামে সিএমএস গ্রুপের চেয়ারম্যান ডা:তাসনিম রহমান এর বাড়িতে, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকরা ফ্রি মেডিকেল ক্যাম্প-এ শিশু-কিশোর, মেডিসিন, গাইনী, চক্ষু, বাত-ব্যাথা, নাক-কান-গলা ও সার্জারী সহ সকল রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া হবে এবং ফ্রি রক্তের গ্রুপ জানতে পারবেন বলে জানিয়েছেন ডা:শাহিদ আহমদ তুহিন তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন ও প্রচার করার জন্য সকলের প্রতি আহবান জানান প্রয়োজনে যোগাযোগ : +৮৮০ ১৬২৩-৯৫৭০৯০।