সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান কারাগারে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে গ্রেফতার দেখানোর পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আব্দুল মান্নান রংপুর রেঞ্জে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত ছিলেন। এর আগে গত শুক্রবার রাতে রংপুর থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তাকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি রংপুর রেঞ্জ কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত ছিলেন। সেখান থেকে গত শুক্রবার রাতে তাকে আটক করা হয়। এসপি থাকতে তার বিরুদ্ধে সংসদ নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ আছে। এ ছাড়া সিটিটিসির পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ আছে।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা গণমাধ্যমকে বলেন, গত ৮ জানুয়ারি সেন্টু চন্দ্র নন্দী নামে এক ব্যক্তি বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মান্নানকে গ্রেফতার দেখানো হয়েছে। বিধি অনুযায়ী তাকে থানায় আনার পর কারাগারে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে নেওয়া হয়।