অনৈতিক কাজে লিপ্ত, আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ আটক ১৬

বগুড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

রবিবার দিবাগত রাতে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেস থেকে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বগুড়া জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়।

এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জন নারী রয়েছেন।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন