শাবি প্রেসক্লাবের সাথে পরিবহন কর্মচারী সমিতির সৌজন্য সাক্ষাৎ

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নবগঠিত ২০তম কার্যনির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে শাবি সহায়ক পরিবহন কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নবগঠিত কমিটির সাথে সাক্ষাৎ শেষে এ শুভেচ্ছা জানান তারা।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবহন কর্মচারী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, পরিবহন কর্মচারী সমিতির সদস্য মো. সমর আলী, আতাউর রহমান, মো. মনসুর, খসরু মিয়া, জুনাব আলী ও সিদ্দিকুর রহমান।
বক্তব্যে সহায়ক পরিবহন কর্মচারী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ক্যাম্পাসে কর্মরত কর্মচারীরা সবসময় নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীরা যথাসাধ্য চেষ্টা করে থাকেন। তবে কর্মচারী পরিবারের চাহিদা মেটাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্মচারীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার মনোভাব প্রকাশ করেছেন। আশাকরি, কর্মচারীদের যেকোনো দাবিদাওয়া পূরণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। এতে শাবি প্রেসক্লাবকে অতীতের ন্যায় আগামীতেও পাশে থাকার অনুরোধ করছি।
প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক পরিবহন কর্মচারীদের। তাঁদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের জন্যই ক্যাম্পাসে আমরা এমন সুন্দর পরিবেশ দেখতে পাই। কর্মচারীরা বিভিন্ন সময় তাদের সমস্যা শেয়ার করে থাকেন। বরাবরের মতোই ক্যাম্পাসের যেকোনো বিষয়ে শাবি প্রেসক্লাব সচেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করে। কর্মচারীদের ইতিবাচক দাবি দাওয়া পূরণে শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা অব্যাহত রাখবে। এসময় প্রেসক্লাব সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি আদনান হৃদয়, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ প্রমুখ ।