সীমান্তে জনসচেতনতামূলক সভা করল বিজিবি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশরোধসহ যে কোন অপতৎপরতা বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ান-২৮ এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে তাহিরপুর সীমান্তের চাঁনপুর মাঠে এ সভা চলে।
সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় অবৈধভাবে বালু পাথর, কয়লা উত্তোলন ও গবাদীপশু চরানো বন্ধ করাসহ নারী ও শিশু পাচার রোধ এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের মধ্যে জনসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন ব্যাটালিয়ান-২৮ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন।
সভা শেষে সীমান্ত এলাকার অসহায় গরীব মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।