প্রশাসনে আ.লীগের দোসররা ঘাপটি মেরে আছে: আরিফুল হক চৌধুরী

হাওরাঞ্চল প্রতিনিধি
প্রশাসনে এখনও আওয়ামীলীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে অপসারণ ও আওয়ামীলীগের ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার করতে হবে। কোনোভাবেই তাদের কে ছাড় দেয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, হাসিনা বলে ছিলেন পালাবেন না। এমন ভাবেই পালালেন যে আর এই দেশে আসতে পারবে না বুঝতে পেরে তার জন্য যাওয়ার সময গুনে গুনে ১৪টি ব্যাগ সাথে নিয়ে গেছে। ১৭ বছরের আওয়ামী দুঃশাষনের মাধ্যমে দেশের সমস্ত অঙ্গকে ধ্বংস করে গেছে
বুধবার দুপুরে সুনামগঞ্জ পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অর্ন্তবর্তী সরকারের উদ্দেশ্য তিনি বলেন, যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে জনগণের হাতে জনগনের ক্ষমতা ফিরিয়ে দেন। নির্বাচনে জনগন ভোট প্রয়োগ করতে উদগ্রীব হয়ে আছে। ছাত্র জনতার আন্দোলন ছিল ভোটের অধিকারসহ যে সকল অধিকার আওয়ামীগ সরকার হরণ করেছে তার ফিরে পাওয়ার অধিকার। আওয়ামীলীগ সরকার ও তার নেতাকর্মীরা পালিয়ে গেছে। তারা পালিয়ে গিয়েও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছে। আগামী রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসতে সরকারের নিকট দাবি করেন। তিনি আরও বলেন, অর্ন্তবর্তী সরকার আসার পর দেশের আইন শৃঙ্খলা অবনতি, দ্রব্যমুল্য বৃদ্ধিতে জনগন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানান চক্রান্ত বৃদ্ধি পেয়েছে তা কঠোরভাবে ভাবে নিয়ন্ত্রণ করতে নির্বাচিত সরকারের প্রয়োজন। দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার দাবী জানান অর্ন্তবর্তী সরকারের কাছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এর সভাপতিত্বে আরিফুল হক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছেন এই আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনগনের সমর্থন নিয়ে। সকল অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজ পথে থাকতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমাদের সবাইকে।
নেতাকর্মীদের উদ্দেশ্য আরিফুল হক বলেন, যারা জনগনের আস্তা নষ্ট করতে চায় তাদের চিহ্নিত করে দল থেকে বিতারিত করা হবে। কেউ লুটপাট, দখলবাজি, চাদাঁবাজি করবেন না এসব থেকে বিরত থাকতে হবে। আর চোখ কান খুলা রাখতে হবে কেউ যেন আমাদের দলে আওয়ামী দলের বিশ্বাস করে তাদেরকে কোনোভাবেই দলে প্রবেশ করতে দেয়া যাবে না।
সুনামগঞ্জবাসীর জন্য এখন থেকে কর্মসূচি নেন যা সুনামগঞ্জ বাসীর জন্য উন্নয়ন হয়। সুনামগঞ্জের চেহারা পাল্টিয়ে দিতে হবে। আমাদের তারেক রহমান সুনামগঞ্জের অলিগলি উন্নয়নের সুনামগঞ্জকে আলাদ জেলার রুপান্তরিত করা হবে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবীতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি মিফতা সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীসহ বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্র দলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, আকবর আলী, রেজাউল হক সেলিম আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জেলা কৃষক দলের সভাপতি মো: আনিসুল হক, রাকিবুল হাসান দিলু, মো: আমিনুর রশিদ আমীন, মনাজ্জির হোসেন, কামরুল হাসান রাজু, তফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান, জাহাঙ্গীর আলমসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।