দ্রুত নির্বাচন দিলেই জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে: আরিফুল হক

সুনামগঞ্জ প্রতিনিধি:
দেশী বিদেশী ষড়যন্ত্র এখনও চলছে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। কোন ধরনের দুষ্কৃতিকারি যেনো দলে ঢুকতে না পারে। এমন কোন কাজ করবেন না যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। আওয়ামী দুঃশাসনে যারা যুক্ত ছিলো তাদের কোন ভাবেই দলে আনবেন না।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন জনদাবি নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী।
নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেই দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, জনগণের ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেন। তাড়াতাড়ি নির্বাচন দিলেই জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।
সুনামগঞ্জ বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় আসলে সুনামগঞ্জের সকল সেক্টরে উন্নয়ন হবে। কারণ ফ্যাসিস্ট হটাতে সুনামগঞ্জবাসীর আন্দোলনে আমরা মুগ্ধ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের পরিচালনায় সমাবেশে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।