দিরাইয়ে ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ নেতা খছরু গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
ডেভিল হান্টের অভিযানে দিরাইয়ে আওয়ামীলীগ নেতা সাঈদ আহমদ খছরু কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১১.২০ মিনিটের দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কাজুওয়াবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানা অফিসার্স ইনচার্জ আব্দুররাজ্জাক।
সূত্র জানায় খছরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের কৃত একাধিক মামলার আসামি। এছাড়া দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায়ের একনিষ্ঠ কর্মী। খছরুর বিরুদ্ধে রাজানগর এলাকায় রয়েছে সাধারণ মানুষের সাথে নানান বিষয়ে প্রতারণা ও হয়রানির অভিযোগ রয়েছে। স্হানীয় বিএনপি-জামায়াতের লোকজন সহ নানান শ্রেণির মানুষ স্বৈরশাসক হাসিনার অন্যান্য দোসরদের গ্রেপ্তারের দাবী জানান।